দেবীলাল মাহাতো, পুঞ্চা :
জেলায় মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য প্রথম পুঞ্চা থানার নপাড়া হাই স্কুলের ছাত্রী মাম্পি দাস। মাধ্যমিক পরীক্ষায় ৭০০ এর মধ্যে তার প্রাপ্ত নম্বর ৬৮৫। বাবা উত্তম কুমার দাস পরিযায়ী শ্রমিক। হত দরিদ্র পরিবারের ছাত্রী মাম্পি নিজেও শারীরিক অসুস্থতার সঙ্গে যুঝছে বলে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শুকদেব মাহাতো জানালেন।

বাংলায় ৯৬, ইংরেজিতে ৯৫, অংকে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ৯৭, ইতিহাসে ১০০ ও ভূগোলে ৯৭ পেয়েছে মাম্পি।









Post Comment