নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
মাত্র ৫ টাকায় ক্যারাটে প্রশিক্ষণ। অবাক হচ্ছেন না?
হ্যাঁ, মাসে মাত্র ৫ টাকার বিনিময়ে মহিলাদেরকে আত্মরক্ষার পাঠ দিতে
ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের সূচনা হলো পুরুলিয়ার মানবাজার ১ ব্লকের ডুমুরিয়া গ্রামে। রবিবার বিকালে
অনুষ্ঠানিকভাবে এই শিবিরের সূচনা হয়। রাজপুত কল্যাণ সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ও রেনবো মার্শাল আর্ট একাডেমির সহযোগিতায়
এই শিবির শুরু হয়। এই শিবিরের সূচনাকালে ছিলেন
মানবাজার ১ ব্লকের গোবিন্দপুর প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক অমিতাভ মিশ্র, এছাড়া আয়োজক ও সহযোগিতা করা সংস্থার কর্তারা। তবে শুধু মহিলারা নন। ওই ৫ টাকার বিনিময়ে পুরুষরাও ওই ক্যারাটের প্রশিক্ষণ নিতে পারবেন। ফি সপ্তাহে একদিন ডুমুরিয়া আপার প্রাইমারি স্কুল মাঠে
এই প্রশিক্ষণ শিবির চলবে।











Post Comment