নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
১৪ এবং ১৫ জুলাইয়ের মধ্যরাতে প্রবল বৃষ্টিপাতের জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল টামনা থানার অন্তর্গত ভাণ্ডারপুয়াড়া শালবাগানে। মাটির তৈরি একটি বসতবাড়ি আচমকাই ধসে পড়ে। ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের, আহত হয়েছেন আরও তিনজন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন – বিনতি শবর (৫৫), অমিত তাঁতি (৩৪), এবং তাঁর স্ত্রী রিমঝিম শবর (২৬), সকলেই স্থানীয় বাসিন্দা। অমিত ও রিমঝিমের বাড়ি কেন্দা থানার মাঠা গ্রামে হলেও তাঁরা ওই রাতে আত্মীয়বাড়িতে এসেছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন – গৃহকর্তা দলুই শবর (৬৫), তাঁর ছেলে মানিক শবর এবং মানিকের সাত বছরের কন্যা জবা শবর। আহতদের সঙ্গে সঙ্গেই চাকালতোর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

প্রাথমিক তদন্তে অনুমান, প্রবল বর্ষণে মাটির ঘরটির কাঠামো দুর্বল হয়ে পড়েছিল, যার জেরে গভীর রাতে ধস নামে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের তরফে দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।











Post Comment