নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
পুরুলিয়ার বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত এক কর্মচারীর বিরুদ্ধে হাসপাতালে ভর্তি থাকা এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম এনামুল হক। ধৃতের বাড়ি পুরুলিয়া। প্রায় এক দশক ধরে তিনি বান্দোয়ান স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত থাকার সুবাদে সেখানেই বসবাস করছিলেন। রবিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি এক মহিলা তার সন্তানকে চিকিৎসার জন্য বান্দোয়ান পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করান। অভিযোগ, শুক্রবার রাতে খাবার দেওয়ার অজুহাতে এনামুল ওই মহিলাকে হাসপাতালের একটি ফাঁকা ঘরে ডেকে নিয়ে যায় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। মহিলাটি অভিযুক্তের অসৎ উদ্দেশ্য টের পেয়ে সেখান থেকে কোনোরকমে পালিয়ে যান।
শনিবার সকালে নির্যাতিতা মহিলা বান্দোয়ান ব্লক স্বাস্থ্য আধিকারিক কাজীরাম মুর্মুকে লিখিতভাবে ঘটনাটি জানান এবং পরে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি সুনির্দিষ্ট মামলা রুজু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
বান্দোয়ান ব্লক স্বাস্থ্য আধিকারিক কাজীরাম মুর্মু বলেন, “অভিযুক্ত ব্যক্তি চুক্তিভিত্তিক কর্মচারী। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনার পরপরই ওই পুষ্টি পুনর্বাসন কেন্দ্রের সমস্ত আবাসিকদের মনসা পূজা উপলক্ষে দু’দিনের ছুটি দিয়ে বাড়ি পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য আধিকারিক জানান।
Post Comment