নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
শ্লীলতাহানি করা হয়েছে এক মহিলার। করা হয়েছে মারধর। এমন অভিযোগে যুবককে গ্রেফতার করল কাশিপুর থানার পুলিশ। ধৃতের নাম দীনবন্ধু গঁরাই। কাশিপুর থানার মেহি গ্রামে তার বাড়ি। পুলিশ জানিয়েছে বুধবার স্থানীয় এক মহিলা অভিযুক্ত বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে শর্ত সাপেক্ষে জামিন দেন।









Post Comment