নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
উৎসবের রেশ থাকতে থাকতেই ফের রহস্যজনক ঘটনার মুখোমুখি পুরুলিয়া শহর। শনিবার ভোরবেলা শহরের ২১ নম্বর ওয়ার্ডের অলঙ্গীডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ঘেরা জায়গা থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ। অর্ধ নগ্ন অবস্থায় পড়ে থাকা দেহটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
খবর পেয়ে পুরুলিয়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
Post Comment