নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
এক মহিলাকে নৃশংসভাবে খুনের ঘটনায় ঘটনাস্থলে পৌঁছাল রাজ্যের ফরেনসিক বিশেষজ্ঞ দল। পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের চিরুগোড়া গ্ৰামে।মঙ্গলবার দুর্গাপুর থেকে চার সদস্যের একটি ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে বিভিন্ন গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করে।
ঘটনা গত বৃহস্পতিবার সকালের। স্থানীয় বাসিন্দা উত্তরা মাহাতো (৫৮) স্নান করতে যাওয়ার পথে চিরুগোড়ার একটি নির্জন মেঠো রাস্তায় ধারালো অস্ত্রের আঘাতে খুন হন। তার মাথা ও ঘাড়ে একাধিক কোপের চিহ্ন ছিল। এলাকাবাসীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন মৃতার ছেলে অশোক কুমার মাহাতো বান্দোয়ান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা রুজু করে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তকারীদের হাতে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে নিরাপত্তার বলয়ে। নমুনা নষ্ট না-হওয়ার জন্য এলাকাটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং মোতায়েন করা হয়েছে সিভিক ভলান্টিয়ারদের। ফরেনসিক পরীক্ষার রিপোর্ট হাতে এলে তদন্তে আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে।










Post Comment