নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :
কাজের খোঁজে রাজ্যের সীমানা পেরিয়ে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন এক যুবক। কিন্তু মাস দুয়েক কাটতে না কাটতেই আচমকা তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরিবারের। ফলে গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পুরুলিয়ার বান্দোয়ান থানার সাগা সুপুরডি গ্রামের বাসিন্দা মধুসূদন মান্ডির পরিবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর কুড়ির মধুসূদন প্রায় দুই মাস আগে স্থানীয় এক ঠিকাদারের মাধ্যমে মহারাষ্ট্রের সোলাপুর জেলার পান্ডালপুর থানা এলাকায় একটি নির্মাণ সংস্থায় শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। আর্থিক অনটনের কারণে তিনি রাজ্যের বাইরে কাজ করতে গিয়েছিলেন। নিজের কোনও মোবাইল ফোন না থাকায়, সহকর্মীদের ফোন থেকেই তিনি মাঝেমধ্যে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন।
কিন্তু গত বৃহস্পতিবারের পর থেকে আর কোনও ফোন আসেনি মধুসূদনের পক্ষ থেকে। উদ্বিগ্ন পরিবার তখন সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন, জানা যায়, ওই দিনই নাকি মধুসূদন গুজরাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে কেন তিনি হঠাৎ গুজরাট যাচ্ছিলেন, কাদের সঙ্গে গিয়েছেন বা বর্তমানে কোথায় আছেন—এসব বিষয়ে কেউই নিশ্চিত তথ্য দিতে পারেননি।
হঠাৎ এই নিখোঁজের ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। পরিবার ইতিমধ্যেই বান্দোয়ান থানায় মৌখিকভাবে বিষয়টি জানিয়েছে। পুলিশের পক্ষ থেকেও ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।










Post Comment