নিজস্ব প্রতিনিধি, পাড়া :
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বিদ্যুতের স্তম্ভে ধাক্কা মারল একটি মোটরবাইক। গুরুতর জখম হন চালক। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার দুপুরে সাঁওতালডিহি তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ নম্বর গেটের কাছে।
মৃতের নাম সুভাষ চৌধুরী (৪৫)। তিনি পুরুলিয়ার সাঁওতালডিহি থানার অসুরবাঁধ গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুরের দিকে তিনি মোটরবাইক নিয়ে ভেলাইটাড় গ্রামেত দিক থেকে সাঁওতালডিহির দিকে আসছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ধারে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে।
দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে সুভাষবাবু ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত হন। মাথায় হেলমেট না থাকায় আঘাত ছিল মারাত্মক। স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দেন। সাঁওতালডিহি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
পাড়া থানার পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।








Post Comment