insta logo
Loading ...
×

মরণফাঁদ বলরামপুরের নামশোলে লরির সাথে বোলেরোর মুখোমুখি সংঘর্ষে ৯ জনের মৃত্যু

মরণফাঁদ বলরামপুরের নামশোলে লরির সাথে বোলেরোর মুখোমুখি সংঘর্ষে ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

লরির সাথে বোলেরোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৯ জনের। শুক্রবার সাতসকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ১৮ নম্বর পুরুলিয়া-জামশেদপুর
জাতীয়-সড়কে বলরামপুর থানার নামশোল গ্রামে। এই
নামশোল গ্রামের জাতীয় সড়ক এলাকা একেবারে মরণফাঁদ হয়ে উঠেছে। সাম্প্রতিককালে একের পর এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই এলাকায়। কয়েকদিন আগেও একটি স্কুটির সঙ্গে পিকআপ ভ্যানের
সংঘর্ষে ওই গাড়ির চালক মারা যান। জখম হন স্কুটির আরোহী। এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যান পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ” মৃতদেহগুলি দ্রুত উদ্ধার করা হয়েছে। মোট ৯ জনের মৃত্যু হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো
তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করার কাজ চলছে।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে চালক সহ ওই বোলেরোতে ৯ জন ফিরছিলেন। নামশোল প্রাথমিক বিদ্যালয়ের কাছে রাস্তার বাঁকে ওই লরির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। যার ফলে বোলেরো গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। অন্যদিকে রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি। এই ঘটনার খবর পাওয়ার পর বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৯ জনকেই মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতদের সকলের বাড়ি ঝাড়খন্ডের সরাইকেলা-খরসোওয়া জেলার নিমডি থানার মুরু, লকড়ি, বান্দু গ্রামে। ঘাতক লরি ও দুর্ঘটনাগ্রস্থ বোলেরোটিকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ।

Post Comment