insta logo
Loading ...
×

‘মনসুন ফ্লো’তে পুরুলিয়ায় ভারি বৃষ্টির কমলা সতর্কতা

‘মনসুন ফ্লো’তে পুরুলিয়ায় ভারি বৃষ্টির কমলা সতর্কতা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

বাংলার উপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের রদবদল। হাওয়া অফিসের মতে, ‘মনসুন ফ্লো’ ঘিরে রেখেছে গোটা রাজ্যকে। এর জেরেই সোমবার পুরুলিয়া জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় জারি হয়েছে কমলা সতর্কতা।

জেলার অধিকাংশ ব্লকে শনিবার তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণ ছিল কম। তবে কিছু কিছু এলাকায় বৃষ্টির দাপট লক্ষ্য করা গিয়েছে। জেলার মধ্যে এদিন সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে নিতুড়িয়ায়—৭৭.৪ মিমি। দ্বিতীয় স্থানে রয়েছে কাশীপুর, ১০.৪ মিমি। মানবাজারে ৯.০ মিমি, হুড়ায় ৬.৪ মিমি, ঝালদায় ৫.৭ মিমি, সাঁতুড়িতে ৫.০ মিমি এবং পাড়ায় ৪.৬ মিমি বৃষ্টিপাত হয়েছে।

জয়পুর, বাঘমুন্ডি, বলরামপুর, বরাবাজার ও পুঞ্চায় কোনও বৃষ্টিপাত হয়নি। জেলায় গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৯.২৮ মিমি।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা গভীর আর্দ্রতাবাহী বায়ু এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়ায় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারি থেকে অতি ভারি বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

শনিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।

Post Comment