insta logo
Loading ...
×

মনসা পূজার প্রাক্কালে ঝালদায় রেকর্ড হাঁস বিক্রি

মনসা পূজার প্রাক্কালে ঝালদায় রেকর্ড হাঁস বিক্রি

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :


মনসা পূজা আসতেই ঝালদার বাজারে রেকর্ড হাঁস
বিক্রি। বিক্রিতে কম যায়নি পাঁঠা ছাগলও! আসলে হাঁস যে মনসা পূজোর নৈবদ্য। বলিদানে থাকে পাঁঠাও।

তবে শুধু ঝালদা নয়। জেলার প্রায় সর্বত্রই সাপ্তাহিক বাজারে গিয়ে দেখা যাচ্ছে হাঁস কিনতে উপচে পরা ভিড়।
বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ৩৫০ টাকায়। ক্রেতা সুধাংশু মাহাতো ও হরিপদ কুইরি জানান, “মনসা পূজা পুরুলিয়া তথা মানভূমের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব। জেলার প্রায় প্রতিটি বাড়িতেই এই পূজা হয়। পূজায় সাধ্য মতো একটি হাঁস বা পাঠা ছাগল অর্পণ করার রীতি রয়েছে। যা পূর্বপুরুষদের সময় থেকে চলে আসছে।”

পুজো উপলক্ষে তিন দিন ধরে বার উপোষ ও ‘পান্না’ পালন করা হয়। কেউ মূর্তি স্থাপন করে পূজা করেন, কেউ ঘট পূজা করে থাকেন। অন্যদিকে, পুজোকে সামনে রেখে মূর্তি নির্মাণে ব্যস্ত শিল্পীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে রাতদিন কাজ চালিয়ে যাচ্ছেন।

Post Comment