insta logo
Loading ...
×

মনসা পুজোর বারি তুলতে গিয়ে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার ঝালদায়

মনসা পুজোর বারি তুলতে গিয়ে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার ঝালদায়

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :


মনসা পুজোর বারি তুলতে গিয়ে নিখোঁজ যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঝালদায়। সোমবার সকালে ঝালদা শহরের ১১ নম্বর ওয়ার্ডের বেনাপুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হয় শুভজিৎ বাগতি (১৮)-র দেহ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৭ আগস্ট মনসা পুজোর বারি তুলতে ওই পুকুরে গিয়েছিলেন শুভজিৎ। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি চালালেও কোনো হদিশ মেলেনি। নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় ঝালদা থানায়। রবিবার সকালে স্থানীয়রা বেনাপুকুরে ভাসমান দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেবেন মাহাতো পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। মৃতের দাদু নন্দলাল বাগতি বলেন, “আমার নাতি বারি তুলতে গিয়েছিল, তারপর আর বাড়ি ফেরেনি। আমরা অনেক খুঁজেছি, পুলিশকেও জানিয়েছিলাম। আজ পুকুরে ভাসতে দেখে আমাদের খবর দেওয়া হয়। এমনভাবে ছেলেটা চলে গেল মেনে নিতে পারছি না।”

Post Comment