insta logo
Loading ...
×

মদ ও মাদক বিরোধী আন্দোলনে পথে গ্রামের মহিলারা

মদ ও মাদক বিরোধী আন্দোলনে পথে গ্রামের মহিলারা

নিজস্ব প্রতিনিধি,পাড়া:

“মাদকমুক্ত সমাজ চাই”, “মদ ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে”—এমন একাধিক শ্লোগানে মুখরিত হয়ে রোববার পথে নামলেন পাড়া থানার অন্তর্গত উদয়পুর জয়নগর গ্রাম পঞ্চায়েতের হুররা চকতোড় গ্রামের মহিলারা।

মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের “দেশ ও সমাজের শত্রু” আখ্যা দিয়ে, গ্রামে মদ বিক্রি ও সেবন বন্ধের দাবিতে সকাল ১১টা নাগাদ গ্রামের মূল রাস্তায় শুরু হয় মিছিল। হাতে প্ল্যাকার্ড, মুখে প্রতিবাদের স্লোগান নিয়ে মহিলারা ঘুরে ঘুরে সমগ্র হুররা চকতোড় গ্রামের রাস্তায় পদযাত্রা করেন।

স্থানীয় মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মদের অবাধ বিক্রি ও মাদক সেবনের ফলে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। তাই এই আন্দোলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও সমস্যার সমাধান দাবি জানিয়েছেন তারা।

Post Comment