insta logo
Loading ...
×

মদের বোতলে আক্রান্ত বন্দে ভারত, ধৃত ২

মদের বোতলে আক্রান্ত বন্দে ভারত, ধৃত ২

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

‘বুলেট ট্রেন’ না হোক, বন্দে ভারতেও এখন বোতলের বুলেট! হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসে চলন্ত অবস্থায় মদের বোতল ছুঁড়ে জানালার কাঁচ ভাঙার ঘটনায় গ্রেফতার হল দুই ‘বোতল প্রেমিক’। পুরুলিয়ার কোটশিলা রেল পুলিশের হাতে ধরা পড়েছে নকুল বাউরি ও মলয় বাউরি। তাঁদের বাড়ি যথাক্রমে মহুলঘুটা ও কেতিকায়।

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে বন্দে ভারত এক্সপ্রেসটি পুরুলিয়া স্টেশন ছেড়ে রাঁচির দিকে এগোচ্ছিল। ট্রেন যখন পুরুলিয়া ও গৌরীনাথ ধাম স্টেশনের মাঝে, সেই সময় হঠাৎই এক কামরার জানালায় ছুঁড়ে মারা হয় মদের বোতল—অবশ্য সেটি খালি না ভর্তি, সে নিয়ে পুলিশ এখনো ধন্দে। জানালার কাঁচে চিড় ধরে। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। বন্দে ভারতের মতো ‘প্রিমিয়াম’ ট্রেনে এমন ঘটনা—কে বলবে এই দেশের ‘আম আদমি’র সৃজনশীলতায় ঘাটতি আছে?

অভিযোগ পেয়ে তৎপর হয় কোটশিলা আরপিএফ। ওসি জুয়েল মির্জা এবং বোকারোর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এস.আর. মান্ডির নেতৃত্বে শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত, রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকা দুই ‘বোতলবাজ’কে পাকড়াও করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পরে জানা যায়, তারাই বোতল ছুঁড়েছে।

মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Post Comment