insta logo
Loading ...
×

মদের বিরুদ্ধে পথে, এবার খড়্গহস্ত মহিলারা

মদের বিরুদ্ধে পথে, এবার খড়্গহস্ত মহিলারা

নিজস্ব প্রতিনিধি , বলরামপুর

চোলাই মদের রমরমা রুখতে বলরামপুরে পথে নামলেন মহিলারা৷ গড়লেন ‘মদ বিরোধী নাগরিক কমিটি’। তাঁদের অভিযোগ, বলরামপুর ব্লকের গ্রামাঞ্চলে দিন দিন বাড়ছে চোলাই ও মদের অবাধ বিক্রি। এই সর্বনাশা নেশার বলি হচ্ছেন কিশোর থেকে বৃদ্ধ, সর্বস্তরের পুরুষ। ঘরে ঘরে সৃষ্টি হচ্ছে অশান্তির আগুন। কর্মক্ষমতা হারাচ্ছেন পরিবারের রোজগেরে সদস্যরা। ফলে দুর্বিষহ হয়ে উঠছে সংসার জীবন। মদের নেশায় ঘটছে পথ দুর্ঘটনা, অকাল মৃত্যু, এমনকি বেড়ে চলেছে অসামাজিক কার্যকলাপও।

এই পরিস্থিতির বিরুদ্ধে আবার সরব হলেন এলাকার মহিলারা। ইতিমধ্যে তাঁরা গঠন করেছেন মদ বিরোধী নাগরিক কমিটি। এই কমিটির ব্যানারে বুধবার বিকেলে বলরামপুর ব্লকের বিভিন্ন গ্রাম—উরমা, ডিপুটাঁড়, সাইবুড্ডি প্রভৃতি এলাকা থেকে শতাধিক মহিলা সমবেত হন।

প্রথমে তাঁরা বলরামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক-এর দপ্তরে উপস্থিত হয়ে লিখিতভাবে মদের বিক্রি বন্ধের দাবি জানান। এরপর বলরামপুর থানার ওসির কাছেও লিখিত অভিযোগ পেশ করেন তারা।

মহিলাদের দাবি, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। স্থানীয় প্রশাসনের কাছে তারা স্পষ্ট বার্তা দিয়েছেন—এই সর্বনাশা মদের বিষ যদি রুখে না দেওয়া হয়, তবে রাস্তায় নেমে আরও কড়া পদক্ষেপ নিতে তারা বাধ্য হবেন।

Post Comment