নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
ভ্যাপসা গরমে নাজেহাল পুরুলিয়া। বৃষ্টি হলেও অস্বস্তির তাপমাত্রায় বিশেষ হেরফের হয়নি। বৃহস্পতিবার জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ৫.৯৪ মিলিমিটার। সবচেয়ে বেশি ভিজেছে পাড়া—৩০.২ মিলিমিটার। তার পরে কাশিপুরে ১৫.৪ মিলিমিটার, বরাবাজারে ১০.২ মিলিমিটার, হাতোয়াড়ায় ১০.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাঘমুন্ডি, বলরামপুর, সাঁতুড়ি, পুঞ্চাতেও সামান্য বৃষ্টি হয়েছে। তবে জয়পুর, মানবাজার, নিতুড়িয়া, হুড়ায় এক ফোঁটাও বৃষ্টি হয়নি।
তাপমাত্রার দিক থেকেও মিলল না স্বস্তি। সর্বোচ্চ গড় হয়েছে ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন নেমেছে ২৪.৪ ডিগ্রিতে। ফলে আর্দ্র গরমে দিনভর হাঁসফাঁস করেছেন মানুষ।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যের উপর দিয়ে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। অন্য দিকে ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ফুঁসছে। এই দুইয়ের মিলিত প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত। তবে সেই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী না হওয়ায় তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে।










Post Comment