insta logo
Loading ...
×

ভোজালি দিয়ে হামলা, ঝালদায় ধৃত ৩

ভোজালি দিয়ে হামলা, ঝালদায় ধৃত ৩

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

ঝালদা থানার তুলিনে জাতপাতের অবমাননা ও ভোজালি হাতে আক্রমণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ঝালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজনই ঝালদা থানার তুলিন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার সকালে তুলিন গ্রামের বাসিন্দা সানী সাহু ব্যবসায়িক বকেয়া টাকা চাইতে গেলে অভিযুক্তরা প্রথমে জাতপাত নিয়ে অপমানজনক কথা বলে এবং পরে ভুজালি নিয়ে তার ওপর চড়াও হয়। ওই হামলায় সানী সাহু রক্তাক্ত জখম হন। ঘটনার পরে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

আক্রান্ত যুবকের কাকু সঞ্জীব সাহু ঘটনার পর ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Post Comment