নিজস্ব প্রতিনিধি,বাঘমুন্ডি :
পারিবারিক বিবাদের জেরে দাদাকে কুপিয়ে খুন করে ভাই। সোমবারের সেই ঘটনায় খুনে ব্যবহৃত রক্তমাখা ভোজালি উদ্ধারের জন্য অভিযুক্তকে হেফাজতে নিল পুলিশ। পুলিশ জানিয়েছে মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছিল বাঘমুন্ডির সেরেংডি গ্রাম পঞ্চায়েতের ভুরশু গ্রামের সোনু কৈবর্তকে। পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক অভিযুক্তকে ৪ দিনের পুলিশ হেফাজতে পাঠান। জানা গিয়েছে পড়শিদের সাথে মত্ত অবস্থায় নিয়মিত ঝামেলা করতো সোনু। এই নিয়ে দাদা ভীম কৈবর্ত তাকে বকাঝকা করলে সোমবার ক্ষিপ্ত হয়ে দাদার উপর ভোজালি নিয়ে এলোপাথাড়ি কোপ মারে সোনু। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পাথরডি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মৃতার স্ত্রী বকেশ্বরী কৈবর্ত্যের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করে সোমবার রাতে অভিযুক্ত ভাইকে গ্রেফতার করে পুলিশ।
Post Comment