নিজস্ব প্রতিনিধি রঘুনাথপুর:
পুরুলিয়ার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত দুরমুট গ্রামে এক শিল্প সংস্থার ভূমি পুজো ঘিরে বুধবার দুপুরে চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, কোনও রকম পূর্ব ঘোষণা ছাড়াই শিল্প সংস্থা সেখানে ভূমি পুজোর কাজ শুরু করে, যা নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে এলাকায়।
জানা গিয়েছে, দুরমুট মৌজার নির্ধারিত জমিতে শিল্প সংস্থার পক্ষ থেকে বুধবার ভূমি পূজনের আয়োজন করা হয়। তবে গ্রামবাসীদের অভিযোগ, তাদের কোনও রকম অনুমতি ছাড়াই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা জমির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
স্থানীয় এক বাসিন্দার কথায়, “আমাদের অজান্তে এখানে বড় কোনও শিল্পপ্রকল্পের কাজ শুরু করা হচ্ছে। ভূমি পূজা করার আগে আমাদের জানানো তো দূরের কথা, কোনও আলোচনাই করা হয়নি। এটা আমাদের প্রতি অবিচার।”
ঘটনাস্থলে প্রশাসনের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে পরে স্থানীয় পঞ্চায়েত সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এই ঘটনার পর শিল্প সংস্থার পক্ষ থেকে কোনও লিখিত বা মৌখিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং গ্রামের মানুষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
গ্রামের মানুষের বক্তব্য, কোনও শিল্প প্রকল্প শুরু হওয়ার আগে স্থানীয় বাসিন্দাদের বিশ্বাসে আনা এবং স্বচ্ছভাবে আলোচনা করা অত্যন্ত জরুরি। নচেত তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
Post Comment