insta logo
Loading ...
×

ভুয়ো ভোটার খুঁজতে পুরুলিয়া শহরে ‘দরজায় বিজেপি’

ভুয়ো ভোটার খুঁজতে পুরুলিয়া শহরে ‘দরজায় বিজেপি’

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:


জেলার ভোটার তালিকায় একাধিক ভুয়ো ও মৃত ভোটারের নাম থাকার অভিযোগ তুলে রবিবার বাড়ি বাড়ি ঘুরে তালিকা খতিয়ে দেখলেন পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব। শহরের বিভিন্ন ওয়ার্ডে দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপির কর্মী-সমর্থকরা ভোটার তালিকা হাতে সাধারণ মানুষের বাড়িতে যান এবং তথ্য যাচাই করেন।

বিজেপির দাবি, এই অভিযানে নামতেই একাধিক ‘ভূতুড়ে ভোটার’-এর সন্ধান মিলেছে। কারও মৃত্যু হয়েছে এক বছর আগে, তবু নাম রয়েছে তালিকায়। ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতম দত্ত জানান, তাঁর বাবা বহুদিন আগেই প্রয়াত, অথচ আবেদন সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়নি।

বিজেপি রাজ্য নেতা বিবেক রাঙ্গার অভিযোগ, “জেলার বহু এলাকায় মৃত ভোটারদের নাম থেকেই যাচ্ছে এবং সেগুলি ব্যবহার করে শাসকদলের দুষ্কৃতীরা নির্বাচনে কারচুপি করে। তারা জানিয়েছেন, তালিকা সংশোধনের জন্য সমস্ত তথ্য জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হবে।”
এই অভিযানের মাধ্যমে আগামী বিধানসভা ও লোকসভা ভোটের আগে ‘স্বচ্ছ ভোটার তালিকা’ গঠনের দাবিতে সক্রিয় ভূমিকা নিচ্ছে বিজেপি।

Post Comment