নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:
ভুয়ো ইনকাম ট্যাক্স রেইড-এ কোটশিলার বিড়ি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আরো একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সরাবন দাস।মঙ্গলবার রাতে ঝাড়খণ্ডের রাঁচি জেলার বুন্ডু এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোটশিলা থানার পুলিশ। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।
গত ৮ই এপ্রিল হিন্দি সিনেমা স্পেশাল ছাব্বিশ এর কায়দায় ডাকাতির ঘটনা সোরগোল তুলে দিয়েছিল পুরুলিয়ায়। কোটশিলা থানার বামনিয়া গ্রামে সোলজার বিড়ি মালিক কিরিটি কুমারের বাড়িতে এক দুঃসাহসিক ডাকাতিকে রূপায়িত করে ডাকাত দলটি। তদন্তে নেমে ২০ এপ্রিল প্রথম ৭ জনকে গ্রেফতার করে পুরুলিয়া জেলা পুলিশের বিশেষ দল । তার পর ধাপে ধাপে এই মামলায় এখনো পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে একজন সিআরপিএফ জওয়ান ও পুরুলিয়া জেলা বিজেপির এক নেতাও রয়েছেন।










Post Comment