insta logo
Loading ...
×

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে
অস্বাভাবিকভাবে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। উড়িষ্যার ডমনজুড়ি বেজাপুট এলাকায়। মৃতের নাম অরূপ সিং সর্দার (৩৫)। বাড়ি পুরুলিয়ার মানবাজার থানার অন্তর্গত পিঁড়রগড়্যা গ্রামে। এই ঘটনার খবর গ্রামে পৌঁছাতেই নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর ধরে অরূপ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। তিন মাস আগে শেষবারের মতো বাড়ি ফিরেছিলেন তিনি। এরপর উড়িষ্যার ডমনজুড়ি বেজাপুট এলাকায় একটি বেসরকারি সংস্থার ঠিকা শ্রমিক হিসেবে ওয়েল্ডিংয়ের কাজে যোগ দেন। গত রবিবার শেষবার পরিবারের সঙ্গে ফোনে কথা হয় তার। সোমবার সকালে পরিবারে আসে অরূপের অস্বাভাবিক মৃত্যুর খবর।

পরিবার এক সদস্য ঠাকুরদাস সিং সর্দার জানিয়েছেন যে তারা এখনও বুঝতে পারছে না কীভাবে অরূপের মৃত্যু হলো। এতদিন ধরে বাইরে কাজ করছিল, কোনো সমস্যা হয়নি। হঠাৎ এমন খবর পাওয়া তাদের জন্য ভয়ঙ্কর ধাক্কা।

পরিবারের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও ঘটনার কারণ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

Post Comment