insta logo
Loading ...
×

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু — নিথর দেহ ফিরল বলরামপুরে

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু — নিথর দেহ ফিরল বলরামপুরে

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে প্রাণ হারাল পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিক। গুজরাটে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে মারা গেল বলরামপুর ব্লকের হাঁড়াৎ শালডি গ্রামের হলধর সিং সর্দার নামে বছর আঠারোর এক যুবক।

অভাব-অনটনের সংসারে পরিবারের পাশে দাঁড়াতে গুজরাটে কাজ করতে গিয়েছিল হলধর। কিন্তু বাড়ি ফেরা আর হল না। স্থানীয় সূত্রে জানা গেছে, গুজরাটে একটি নির্মাণ সংস্থায় কাজ করছিল সে। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত মঙ্গলবার গভীর রাতে পরিবারের কাছে মৃত্যুসংবাদ আসে। শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ অ্যাম্বুলেন্সে করে নিথর দেহ ফিরে আসে গ্রামে।

ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র আঠারো বছরের ছেলেটিই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তার এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবার-পরিজন।

উল্লেখ্য, এর আগে ৩ জুলাই অন্ধ্রপ্রদেশে পরিযায়ী শ্রমিকের কাজ করার সময় বলরামপুর থানার বড় উরমা গ্রামের এক যুবকের মৃত্যু হয়েছিল ।

Post Comment