insta logo
Loading ...
×

ভারী বর্ষণে ভেঙে পড়লো কাঁচা বাড়ি, সাহায্য কেন্দা থানার

ভারী বর্ষণে ভেঙে পড়লো কাঁচা বাড়ি, সাহায্য কেন্দা থানার

নিজস্ব প্রতিনিধি, কেন্দা:

গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের জেরে কেন্দা থানার অন্তর্গত পারবাইদ গ্রামে ভেঙে পড়লো একটি মাটির কুঁড়ে ঘর। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার। প্রবল বৃষ্টিতে লালু মাহাতোর একমাত্র বসতবাড়িটি সম্পূর্ণভাবে ধসে পড়ে যায়। শনিবার ক্ষতিগ্রস্ত পরিবারটির দুর্দশা দেখতে গ্রামে যান কেন্দা থানার ওসি শুভজিৎ নন্দী। তিনি থানার পক্ষ থেকে পরিবারের হাতে একটি ত্রিপল ও কিছু প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।

আপাতত আশ্রয়হীন হয়ে পড়া পরিবারটিকে সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। সেই সঙ্গে প্রশাসনের কাছে দ্রুত পুনর্বাসনের দাবি জানান। প্রবল বর্ষণে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির ছবি সামনে আসতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে বৃষ্টিপীড়িত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।

Post Comment