insta logo
Loading ...
×

ভারি বৃষ্টির সতর্কতা জারি পুরুলিয়ায়

ভারি বৃষ্টির সতর্কতা জারি পুরুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

শুক্রবার জেলায় গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র ৫.৩২ মিলিমিটার। জেলাজুড়ে বৃষ্টির অভাবে আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা বিকানের, জয়পুর, আসানসোল, কলকাতার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি গাঙ্গেয় বঙ্গের উত্তরভাগে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরও একটি উচ্চ অক্ষরেখা গুজরাত থেকে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়ে ঘূর্ণাবর্তের সঙ্গে যুক্ত হয়েছে। রাজ্যে সক্রিয় রয়েছে বর্ষার বাতাস। এর প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বিশেষ করে রবিবার পুরুলিয়া জুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

গতকালের বৃষ্টিপাতের হিসাব বলছে, জেলার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কাশীপুরে — ১৭.৮ মিলিমিটার। তার পরেই রয়েছে পাড়া ব্লক, যেখানে বৃষ্টির পরিমাণ ১৬.২ মিলিমিটার। নিতুড়িয়ায় ৭.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে, ঝালদা ও বরাবাজারে বৃষ্টির দেখা মেলেনি। বাঘমুন্ডি (১.২ মিমি), পুঞ্চা (২.৬ মিমি), হুড়া (২.৪ মিমি), বলরামপুর (৩.২ মিমি) এবং সাঁতুড়ি (৩.০ মিমি)-তে সামান্য বৃষ্টি হয়েছে। হাতোয়াড়া ও মানবাজারে ৫.০ মিলিমিটার এবং জয়পুরে ৫.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং ন্যূনতম তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সেলসিয়াস।

Post Comment