নিজস্ব প্রতিনিধি, কোটশিলা :
ফের অপহরণের অভিযোগ। তবে এবার ব্যবসায়ী নয়। পরিযায়ী শ্রমিকদের ছেলে মেয়ে। বছর পাঁচের এক বালক ও তার তিন বছরের বোনকে অপহরণ করা হয়েছে। এমন অভিযোগ ঘিরে চাঞ্চল্য কোটশিলা এলাকায়। অভিযোগ, কোটশিলা স্টেশনের কাছ থেকে অপহরণ করা হয়েছে তাদের। পুরুলিয়া জি আর পি-র কাছে লিখিত অভিযোগে দায়ের করেছেন ওই দুই ভাইবোনের দাদু। পরিবার সূত্রে জানা গিয়েছে বাবা মা ওড়িশায় কাজ করে বলে কোটশিলা স্টেশনের কাছেই দাদু দিদার সঙ্গে থাকতো ওই শিশু দুটি। চলতি মাসের ১২ তারিখ বিকেল চারটে নাগাদ শিশুদুটিকে ঘুমন্ত অবস্থায় রেখে তাদের দিদা বাজারে যান। ফিরে এসে তিনি দেখেন বাড়িতে তারা নেই। এরপর খোঁজা খুঁজি হলেও তাদের হদিশ পাওয়া যায়নি। কোটশিলা স্টেশনে তাদের ঘুরতে দেখা গেছিল বলেও জানান তিনি। পরিবারের অনুমান শিশুদুটিকে অপহরণ করা হয়েছে।
জি আর পি সূত্রে জানা গিয়েছে বিভিন্ন স্টেশনে শিশুদুটির ছবি দিয়ে পোস্টার দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Post Comment