insta logo
Loading ...
×

ভয়াবহ পথদুর্ঘটনা, মৃত ১, আহত ২

ভয়াবহ পথদুর্ঘটনা, মৃত ১, আহত ২

নিজস্ব প্রতিনিধি, হুড়া :

ভয়াবহ পথ দুর্ঘটনা। পুরুলিয়ার হুড়া রোডে সিংবাজার মোড়ের কাছে সোমবার সকালে একটি মারাত্মক পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। একটি স্করপিও ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে পিকআপ ভ্যানে থাকা তিনজন যাত্রীর মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হুড়া রোডে দ্রুতগতিতে আসা স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে পিকআপ ভ্যানটি রাস্তায় উল্টে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। অন্যজনের আঘাত সামান্য।

ঘটনার পর পরই স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য রাস্তায় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং রাস্তা পরিষ্কার করা হয়েছে।

Post Comment