বিশ্বজিৎ সিং সর্দার,বলরামপুর:
ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই খড়ের পালুই। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে শনিবার বলরামপুর থানার গেডুয়া অঞ্চলের উলিডি গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উলিডি গ্রামের দুখু লায়ার খামারে থাকা ৩ টি খড়ের পালুইয়ে আগুন লেগে যায়। গ্রামবাসী এবং বাড়ির লোকেদের চোখে পড়তেই আগুন নেভানোর কাজে লেগে পড়েন প্রতিবেশীরা। কিন্তু আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁতে থাকে। খবর দেওয়া হয় বলরামপুর থানায়। খবর যায় দমকল বিভাগে। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু আগুনে পুড়ে ততক্ষণে ছাই হয়ে যায় ওই তিনটি খড়ের পালুই। কী কারণে আগুন লাগার ঘটনাটি ঘটেছে, তা জানা যায়নি।







Post Comment