insta logo
Loading ...
×

ব্যাপক বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়ায়

ব্যাপক বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

মৌসুমি অক্ষরেখা আর বাংলাদেশের ওপর স্থিত নিম্নচাপের জেরে বৃষ্টিতে জোয়ার এল পুরুলিয়ার মাটিতে। বুধবার জেলাজুড়ে গড় বৃষ্টিপাত হয়েছে ২৪.৮৮ মিলিমিটার—এই সপ্তাহের মধ্যে সর্বাধিক।

সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কাশীপুরে—৬৫.২ মিমি। জয়পুর (৫২.২ মিমি), ঝালদা (৪৭.৩ মিমি), পাড়া (৪৬.৬ মিমি), বলরামপুরে (৩১.১ মিমি)-ও বৃষ্টির দাপট ছিল চোখে পড়ার মতো। হাতোয়াড়ায় ২৩ মিমি ও বাঘমুণ্ডিতে ২২.২ মিমি হলেও, নিতুড়িয়া ও পুঞ্চার মতো কিছু এলাকায় বৃষ্টি কার্যত হয়নি।

এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪°সেলসিয়াস, সর্বনিম্ন ২৩.৩°সেলসিয়াস।

আবহবিদদের মতে, দক্ষিণবঙ্গে প্রবেশ করা জলীয় বাষ্প ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরেই বৃষ্টি বেড়েছে। শুক্রবার ব্যাপক বৃষ্টির ধারায় ভাসতে পারে পুরুলিয়া।

Post Comment