insta logo
Loading ...
×

ব্যাঙ্ককর্মীর কাছ থেকে ছিনতাই, কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের জালে দুষ্কৃতী

ব্যাঙ্ককর্মীর কাছ থেকে ছিনতাই, কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের জালে দুষ্কৃতী

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

পথে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ব্যাঙ্কমিত্রের কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী ছিনতাই করার কয়েক ঘণ্টার মধ্যেই এক দুষ্কৃতিকে পাকড়াও করল পুরুলিয়ার বাঘমুন্ডি থানার সুইসা ফাঁড়ির পুলিশ। গ্রেফতার হওয়া দুষ্কৃতির নাম গৌতম লোহার। বাড়ি বাঘমুন্ডি থানার অন্তর্গত বিদরি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে সুইসার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ৫৫ হাজার টাকা, একটি ল্যাপটপ ও একটি মোবাইল ব্যাগে ভরে মোটরবাইকে চড়ে বিদরি গ্রামের একটি গ্রাহক পরিষেবা কেন্দ্রে যাচ্ছিলেন ব্যাঙ্ক মিত্র গঙ্গাধর মাহাত। অভিযোগ, সুইসা-কালিমাটি সড়কের তুন্তুড়ি গ্রামের অদূরে তিন দুষ্কৃতির একটি মোটরবাইক গঙ্গাধরবাবুর বাইকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে। তিনি রাস্তার পাশে দাঁড়াতেই একটি দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার ব্যাগ ও বাইকের চাবি ছিনতাই করে নেয়। এরপর একজন দুষ্কৃতি তার বাইক নিয়ে পালিয়ে যায়। বাকি দু’জন পাশের জঙ্গলের পথ ধরে চম্পট দেয়। এই
খবর পেয়েই তৎপর হয় সুইসা ফাঁড়ির পুলিশ। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে শুরু হয় তল্লাশি অভিযান।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, তিন দুষ্কৃতির মধ্যে এক জন মোটরবাইক নিয়ে পালালেও বাকি দুজন জঙ্গলে আশ্রয় নেয়। পরে ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন ডাংডুং গ্রামের জঙ্গলে লুকিয়ে পড়ে। সুনির্দিষ্ট সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ড সীমান্তের অদূরে ওই জঙ্গলে অভিযান চালায় প্রায় ৮৫ জন পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের একটি বিশাল বাহিনী। দীর্ঘ দুই ঘণ্টার তল্লাশির পর গৌতম লোহারকে গ্রেফতার করা সম্ভব হয়। তবে অপর এক দুষ্কৃতি সুযোগ বুঝে পালিয়ে যায়। ঘটনার দ্রুত উদ্ঘাটনে পুলিশ প্রশাসনের তৎপরতা দেখে পুলিশের প্রশংসা করেছেন সাধারণ মানুষ।
মঙ্গলবার গৌতম লোহারকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে আদালত তার ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এই সমগ্র অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান) যোধাবর অবিনাশ ভীমরাও এবং ঝালদা মহকুমার পুলিশ আধিকারিক গৌরব ঘোষ। তাঁদের তৎপরতাতেই অভিযানের সাফল্য এসেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Post Comment