নিজস্ব প্রতিনিধি, বোরো :
এলো পোস্টমর্টেম রিপোর্ট। তাতে স্পষ্ট খুন করা হয়েছে যুবতীকে। তদন্তে নামল পুলিশ।
গত ২০ জুন বোরো থানার ঝরিয়াডি গ্রামের অদূরে ঝোপের পাশ থেকে উদ্ধার হওয়া বছর চল্লিশের এক অজ্ঞাতপরিচয় যুবতীর দেহ উদ্ধার হয়।শনিবার ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করল বোরো থানার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, গত ২০ জুন বিকেলে ঝরিয়াডির ঝোপের ধারে এক যুবতীর মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দেহ উদ্ধার করে বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক মহিলাটিকে মৃত ঘোষণা করেন। ওই দিনই ম্যাজিস্ট্রেট পর্যায়ে সুরতহাল শেষে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছিল বোরো থানার পুলিশ।
এরপর শনিবার ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসে। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক তাপস সিনহা স্পষ্ট উল্লেখ করেন, শ্বাসরোধের ফলেই মৃত্যু হয়েছে মহিলার। অর্থাৎ এটি হত্যার ঘটনা।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত যুবতীর পরিচয় জানা যায়নি। কে বা কারা এই খুনের নেপথ্যে রয়েছে, তা খুঁজে বের করতে তৎপর পুলিশ।
Post Comment