নিজস্ব প্রতিনিধি, বোরো:
এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোর আটক। তাকে আটক করল পুরুলিয়ার বোরো থানার পুলিশ।
শনিবার বোরো থানায় ওই এলাকার নাবালিকার পরিবারের থানায় জানানো হয় যে, শুক্রবার বিকেলে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির অদূরে মাঠে গিয়েছিল বছর ১৩র ওই কিশোরী। অভিযোগ, সেখানে তাকে এক পেয়ে বছর ১৭র এক কিশোর তাকে ধর্ষণ করে। বাড়ি ফিরে কিশোরী সমগ্র ঘটনাটি জানালে তারা থানার দ্বারস্থ হন। তারপরই পুলিশ ওই কিশোরকে আটক করে। রবিবার ওই কিশোরকে জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে পেশ করা হয়। তার পর তাকে একটি সরকারি হোমে পাঠানো হয়।
Post Comment