নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বাড়ি থেকে দোকান, পৃথক পৃথক অভিযানে অবৈধ মদের বিরুদ্ধে জেলা জুড়ে চলল অভিযান। বাজেয়াপ্ত ১৩১ বোতল দেশি ও ১৭ লিটার চোলাই মদ। ঘটনায় পুরুলিয়া জেলা জুড়ে ৬ টি থানায় মোট ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে অবৈধ মদের বিরুদ্ধে জেলা জুড়ে লাগাতার অভিযান চলছে। শনিবার রঘুনাথপুর মহকুমা এলাকার আদ্রা, পাড়া ও সাঁওতালডি থানা এলাকার বিভিন্ন জায়গায় হানা দেয় পুলিশ। হানা দেওয়া হয় পুরুলিয়া সদর মহকুমা এলাকার পুরুলিয়া মফস্বল, টামনা, বলরামপুর এবং টামনা থানা এলাকাতেও। রবিবার ধৃতদের মধ্যে চার জনকে পুরুলিয়া জেলা আদালত এবং বাকি চার জনকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।
Post Comment