নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে মৃত্যু হল এক বাইক আরোহীর। তার কাটা হাত ছিটকে পড়লো রাস্তার পাশে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে লালপুর-মানবাজার রাজ্য সড়কের উপর হুড়ার রাহেড়ডি সংলগ্ন এলাকায়। মাথায় হেলমেট না থাকার কারণে এমন মর্মান্তিক মৃত্যু হলো।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম তপন মাহাত (২২) । তার বাড়ি কাশীপুর থানার দলদলি গ্রামে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে দ্রুত গতিতে বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি ইলেকট্রিক স্তম্ভকে ধাক্কা মারে ওই যুবক । ঘটনায় তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। কাটা পড়ে একটি হাত। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিযে জখম যুবককে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। সেখান থেকে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান পুলিশ ।









Post Comment