নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
চার মাস ধরে বকেয়া বেতন ও বেতন বৈষম্যের প্রতিবাদে অনির্দিষ্টকালীন কর্মবিরতিতে সামিল হলেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ২৬ জন অস্থায়ী স্বাস্থ্যকর্মী। শনিবার সকাল থেকে হাসপাতাল চত্বরে অবস্থান শুরু করেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
অবস্থানকারী কর্মীদের অভিযোগ, কেউ ২০ বছর, কেউবা তারও বেশি সময় ধরে হাসপাতালে অস্থায়ী পদে কর্মরত রয়েছেন। এতদিন কাজের বিনিময়ে সঠিক সময়ে বেতন মিললেও, গত চার মাস ধরে কোনওরকম পারিশ্রমিক পাননি তাঁরা। ফলে সংসারে চরম আর্থিক অনটনের মুখে পড়েছেন। শুধু তাই নয়, একই হাসপাতালে কর্মরত হলেও বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধায় চরম বৈষম্যের শিকার তাঁরা।
এ বিষয়ে একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বকেয়া বেতন মেটানো, বেতন বৈষম্য দূর করা এবং অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা প্রদান—এই তিনটি প্রধান দাবিতে তাঁরা অনড় অবস্থানে রয়েছেন।
অবস্থানকারী কল্পনা বাউরি বলেন, “২০ বছর ধরে কাজ করছি, অথচ এবার বেতন পাইনি চার মাস ধরে। বাড়িতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।”
আরেক আন্দোলনকারী সরস্বতী বাউরি জানান, “সমান কাজ করেও সমান বেতন নেই। তাছাড়া সরকারি সুযোগ-সুবিধাও পাচ্ছি না। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই।”
কর্মবিরতির জেরে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবায় প্রভাব পড়ছে বলে জানা গেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।
Post Comment