নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
জেলাজুড়ে বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হল পুরুলিয়ার টামনা থানার মানাড়া গ্রামের গৃহবধূ তুষ্ট রজক এবং পুরুলিয়ার মফস্বল থানার পলাশকোলা গ্রামের বাসিন্দা লক্ষ্মণ মাহাতো। মঙ্গলবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে টামনা থানার পুলিশ মানাড়া গ্রামে হানা দেয়। সেখানে তুষ্ট রজকের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৯ লিটার চোলাই মদ। অপরদিকে, এদিনই দুপুরে মফস্বল থানার পুলিশ পলাশকোলা গ্রামে অভিযান চালিয়ে লক্ষ্মণ মাহাতোর বাড়ি থেকে উদ্ধার করে ১১ বোতল বিলিতি মদ। দুই ঘটনায় পৃথকভাবে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।
Post Comment