নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডি :
বেআইনি ভাবে বিক্রি হচ্ছিল মদ। এই অভিযোগে এক কারবারিকে গ্রেফতার করল পুরুলিয়ার সাঁওতালডি থানার পুলিশ। ধৃতের নাম শ্যামাপদ মাহাত। সাঁওতালডি থানার জোরাডি গ্রামে তার বাড়ি। পুলিশ জানিয়েছে বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জোরাডি গ্রামের একটি ফাঁকা জায়গায় হানা দেয় তারা। সেখান থেকে বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ৩০ বোতল দেশি মদ। বৃহস্পতিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।










Post Comment