নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
দুটি পৃথক অভিযানে বেআইনি ভাবে বালি পরিবহনের অভিযোগে দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল পুরুলিয়ার ঝালদা থানার পুলিশ। এক ঘটনায় ট্রাক্টর ফেলে চালক পালিয়ে গেলেও অন্য অভিযানে একজন চালককে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম রঘুনাথ মুড়া, বাড়ি ঝালদার পাতুব গ্রামে। সোমবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় মহুলডি গ্রামে টহলদারি চালানোর সময় একটি বালি বোঝাই ট্রাক্টরকে দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ট্রাক্টরটি ফেলে চম্পট দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, ট্রাক্টরটিতে প্রায় ৯০ সিএফটি বালি বোঝাই রয়েছে। বৈধ কোনো নথি না পাওয়ায় ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয়। ওই রাতেই চালক ও বালির মালিকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
অন্যদিকে, একই রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঝালদা থানার আরেকটি দল অভিযান চালায় ঘুটিয়া গ্রামে। অভিযোগ ছিল, সুবর্ণরেখা নদী থেকে বেআইনি ভাবে উত্তোলন করা বালি পাচারের জন্য নিয়ে আসা হচ্ছে। পুলিশ গ্রামে ঢোকার মুখে একটি বালি বোঝাই ট্রাক্টর আটকায়। চালক পুলিশের সামনে পড়তেই থমকে যায় এবং সেখানেই তাকে পাকড়াও করে পুলিশ।
ঝালদা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনাতেও ট্রাক্টরের মালিক ও চালকের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বেআইনি বালি কারবারের বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
Post Comment