নিজস্ব প্রতিনিধি, কেন্দা :
বেআইনি ভাবে নদী থেকে বালি উত্তোলনের অভিযোগে একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল পুরুলিয়ার কেন্দা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কংসাবতী নদীর কোনাপাড়া ঘাটে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম সুভাষ সহিস, বাড়ি হুড়া থানার কেশরগড় গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকালেই খবর আসে যে কোনাপাড়া ঘাটে অবৈধভাবে একটি ট্রাক্টর দিয়ে বালি তোলা হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দা থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দেখে ট্রাক্টরের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তবে এক সহকারীকে হাতেনাতে ধরতে সক্ষম হয় পুলিশ।
ধৃতকে শনিবার রাতেই কেন্দা থানায় নিয়ে আসা হয়। রবিবার তাকে পুরুলিয়া আদালতে তোলা হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তির পাশাপাশি পলাতক ট্রাক্টর চালক ও মালিকের বিরুদ্ধেও একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।
Post Comment