নিজস্ব প্রতিনিধি , আড়শা:
ফের বেআইনি পশু পরিবহণের অভিযোগ। সোমবার দুপুরে পুরুলিয়ার আড়শা থানার পুলিশ চারটি মোষ বোঝাই একটি পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করল। গাড়ির চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকেই চম্পট দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝালদার দিক থেকে একটি পিকআপ ভ্যানে করে চারটি মোষ নিয়ে আড়শা থানার বেলডি গ্রামের দিকে যাচ্ছিল ওই গাড়িটি। গোপন সূত্রে খবর পেয়ে আড়শা থানার পুলিশ বেলডি মোড়ে ওঁত পেতে ছিল।
তল্লাশি চালিয়ে দেখা যায়, গাড়িতে থাকা মোষগুলিকে অত্যন্ত নিষ্ঠুর ভাবে ঠাসাঠাসি করে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, কোনও ধরনের বৈধ পরিবহণ নথিপত্রও পাওয়া যায়নি গাড়ির মধ্যে। ফলে আইন অমান্য করে পশু পরিবহণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।











Post Comment