নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
ষষ্ঠীর আগে পুজোয় ঘনাবে নিম্নচাপের ভ্রুকুটি। হাওয়া অফিস জানিয়েছে, ২৫ কিংবা ২৬ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি পরে গভীর নিম্নচাপে রূপ নেবে বলেই আশঙ্কা। তার জেরে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে পুজোর শেষের দিকেই বৃষ্টির দাপট বেশি হবে। বিশেষ করে নবমী ও দশমীতে নামতে পারে ভারী বৃষ্টি। এমনকি ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্তও বিক্ষিপ্তভাবে একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস।
এই আবহেই মঙ্গলবার পুরুলিয়ার বৃষ্টির ছবিটা একটু ভিন্ন। জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ২.৬৬ মিলিমিটার। কোথাও একেবারে শূন্য, কোথাও আবার সামান্য। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বলরামপুরে— ১৪.২ মিমি। পাড়ায় ৬.২ মিমি, ঝালদায় ৪ মিমি, বাঘমুণ্ডিতে ৪.২ মিমি, জয়পুরে ২.৪ মিমি, নিতুড়িয়ায় ২.২ মিমি, পুঞ্চায় ১.৪ মিমি বৃষ্টি হয়েছে। কিন্তু হাতোয়াড়া, মানবাজার, বরাবাজার, সাঁতুড়ি, হুড়া, কাশিপুরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি।
সোমবারের তুলনায় বৃষ্টি অনেকটাই কমেছে। সোমবার যেখানে জেলার গড় বৃষ্টিপাত ছিল ৯.৯১ মিমি, মঙ্গলবার সেখানে নামল ২.৬৬ মিমিতে।
তাপমাত্রার চিত্রেও অস্বস্তির খবর। মঙ্গলবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। ফলে ভ্যাপসা গরমে কার্যত হাঁসফাঁস করতে হয়েছে পুরুলিয়াবাসীকে।
পুজোর আগে নিম্নচাপের আঁচে কতটা ভিজবে জেলা— তা এখনই বোঝা না গেলেও হাওয়া অফিসের পূর্বাভাসে খুশির চেয়ে চিন্তাই বেশি ঘনাচ্ছে।
Post Comment