নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
জঙ্গলমহলের পুরুলিয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মাঝে নির্বাচন কমিশন বাড়িয়েছে ৫০৯টি নতুন বুথ। তবে তার মধ্যে প্রায় ১৭টি বুথের জন্য এখনও পর্যন্ত কোনও সরকারি ভবন বা শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাননি প্রশাসনিক আধিকারিকেরা। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলিও উদ্বেগ প্রকাশ করেছে।
জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, “প্রশাসন সঠিক সময়ের মধ্যেই ব্যবস্থা করবে। কারণ ভবন ছাড়া তো আর বুথ হয় না।”
জেলা প্রশাসন সূত্রে খবর, এই ৫০৯টি নতুন বুথ ছড়িয়ে রয়েছে জেলার ৯টি বিধানসভা কেন্দ্রে। কোন ব্লকে কতগুলি নতুন বুথ হয়েছে, তার তালিকাটি নিম্নরূপ:
বান্দোয়ান: ৪০
বলরামপুর: ৫৫
বাঘমুন্ডি: ৬৪
জয়পুর: ৬১
পুরুলিয়া শহর ও ব্লক: ৭৫
মানবাজার: ৪৩
কাশিপুর: ৪৩
পাড়া: ৬২
রঘুনাথপুর: ৬৬
এর ফলে জেলার মোট বুথের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ২৫২৯ থেকে ৩০৩৮-এ।
নতুন বুথ তৈরির ক্ষেত্রে প্রশাসন বেশ কিছু নির্দিষ্ট মাপকাঠি মেনে চলেছে। বিশেষ করে যেখানে ভোটারের সংখ্যা ১২০০-এর বেশি, সেখানে একটি নতুন বুথ তৈরি করা হয়েছে। এছাড়াও লক্ষ্য রাখা হয়েছে, ববর্তমান বুথ থেকে নতুন বুথের দূরত্ব যেন বেশি না হয়।
এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো বলেন, “ব্লকের বিডিওরা আমাদের বুথ বৃদ্ধির কথা জানিয়েছেন। আমাদের সাংগঠনিক কর্মসূচি শেষ হলে নতুন বুথগুলোতেও সেই কর্মসূচি রূপায়ণ করব।”
অন্যদিকে, তৃণমূলের জেলা সভাপতি ও বিধায়ক রাজীবলোচন সরেন জানান,
“নতুন বুথগুলিতে নতুন কমিটি গঠন করে দলকে আরও শক্তিশালী করা হবে। বিষয়টি নিয়ে দলীয় স্তরে আলোচনা চলছে।”
তবে ১৭টি বুথের জন্য এখনও পাকা ভবন না মেলায় প্রশাসনের তরফে জোর দেওয়া হচ্ছে দ্রুত সমাধানের দিকে। কারণ, নির্বাচনী বিধি অনুযায়ী কোনও অস্থায়ী বা অপ্রতুল জায়গায় বুথ করা যাবে না। সব নিয়ম মেনেই খুঁজতে হবে নতুন বুথের নতুন ভবন।
Post Comment