নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
অক্টোবরের শুরুতেও পুরুলিয়ার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস! স্মরণাতীত কালে এমন গরমে অক্টোবরের শুরুটা কাটেনি জেলার মানুষের। তার উপর মহানবমীতে সারাদিনই বিক্ষিপ্ত বৃষ্টি ভিজিয়ে দিল জেলাকে।
বুধবার ১ অক্টোবর পুরুলিয়ার গড় বৃষ্টিপাত হয়েছে ১৭.১০ মিমি। এর মধ্যে সবচেয়ে বেশি ভিজেছে হুড়া ব্লক— ৪২.২ মিমি। পাড়ায় ৩৭.৪ মিমি, বাঘমুণ্ডিতে ২৫.২ মিমি, নিতুড়িয়ায় ২২.২ মিমি, কাশিপুরে ২১.৬ মিমি এবং সাঁতুড়িতে ১৮.২ মিমি বৃষ্টি হয়েছে। মানবাজার, পুঞ্চা, বরাবাজারেও মাঝারি বৃষ্টি নেমেছে। তবে বলরামপুর, জয়পুর, ঝালদায় তুলনামূলক কম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
তাপমাত্রার ছবিটাও চমকে দেওয়ার মতো। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল, সর্বনিম্ন ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে বৃষ্টির মাঝেই ভ্যাপসা অস্বস্তি পোহাতে হয়েছে পুরুলিয়াবাসীকে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অষ্টমীর বিকেলেই মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি হয়েছে নিম্নচাপ। নবমী থেকে তার জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হচ্ছে। পূর্বাভাস বলছে, দশমী ও একাদশীতে সেই দুর্যোগ আরও বাড়বে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) আশঙ্কা রয়েছে। পুরুলিয়াতেও সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।











Post Comment