নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার ঢুকে পড়ল ঝালদা মহকুমা পুলিশ আধিকারিকের আবাসনে। ঘটনা সোমবার রাতে।
ঝালদার বিরসা মোড় সংলগ্ন ঝালদা মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষের সরকারি আবাসনে বিশালকায় কচ্ছপ দেখে হতবাক হয়ে যান আবাসনের বাসিন্দারা। প্রায় পাঁচ কেজি ওজনের এক বিশাল কচ্ছপ। অচেনা অতিথিকে দেখে প্রথমে খানিকটা হতবাক হয়ে যান আধিকারিক ও আবাসনের কর্মীরা। তবে রাত হয়ে যাওয়ায় কচ্ছপটিকে সুরক্ষিত রাখতে আবাসনের ভেতরে জলে ছেড়ে রাখা হয়।
মঙ্গলবার সকালে খবর পৌঁছায় ঝালদা বন দফতরে। বনকর্মীরা বাংলোতে গিয়ে কচ্ছপটিকে নিজেদের জিম্মায় নেন। পরে সেটিকে বনাঞ্চলের নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেওয়া হবে বলে জানায় বন দফতর।
Post Comment