নিজস্ব প্রতিনিধি,পাড়া:
বিষক্রিয়ায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মনসুর আলম আনসারি (২১), বাড়ি পাড়া থানার রিগুড়ি গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাড়ির সদস্যরা মনসুরকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন। মুখ থেকে গেঁজলা বের হতে দেখে পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
এই ঘটনার পর বুধবার একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Post Comment