নিজস্ব প্রতিনিধি, বোরো:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক ব্যতিক্রমী পরিবেশবান্ধব উদ্যোগ নিল বোরো থানার পুলিশ। এদিন থানা চত্বরে বৃক্ষরোপণের পাশাপাশি পথচলতি যান চালকদের হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিলেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা।

এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করা হয়। পাশাপাশি নিয়ম মেনে যানবাহন চালানোর গুরুত্বও স্মরণ করিয়ে দেন পুলিশ কর্মীরা। বোরো থানার পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে তারা এই ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করবেন।










Post Comment