insta logo
Loading ...
×

বিরল প্রজাতির ক্যামেলিওন উদ্ধার বান্দোয়ানে

বিরল প্রজাতির ক্যামেলিওন উদ্ধার বান্দোয়ানে

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

বান্দোয়ানের লোকালয়ে হঠাৎই দেখা মিলল এক বিরল প্রজাতির ক্যামেলিওনের। সোমবার বান্দোয়ান ২ নম্বর বনাঞ্চল এলাকা থেকে সরীসৃপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। স্থানীয় বাসিন্দারা প্রথমে প্রাণীটিকে দেখতে পান ও বন দফতরে খবর দেন।

খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্যামেলিওনটিকে উদ্ধার করেন। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনবসতিপূর্ণ এলাকা থেকে উদ্ধার করে ওই ক্যামেলিওনটিকে নিরাপদ পরিবেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। অবশেষে দুয়ারসিনি মোড় সংলগ্ন একটি জঙ্গলে তাকে ছেড়ে দেওয়া হয়।

প্রাণী বিশেষজ্ঞদের মতে, ক্যামেলিওন সাধারণত গভীর অরণ্যেই থাকে। তবে খাদ্য বা নিরাপত্তার অভাবে অনেক সময় এরা লোকালয়ে চলে আসে। বন দফতরের দ্রুত পদক্ষেপে প্রাণীটিকে নিরাপদে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

Post Comment