নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
শান্ত, নিস্তব্ধ বরাবাজারের এক গ্রামে হঠাৎই নেমে এল ঝড়। গ্রামের দশম শ্রেণীর ছাত্রীটি সেদিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। রাত পেরোতেই পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়ল। চারদিকে খোঁজাখুঁজি করেও যখন মেয়ের হদিশ পাওয়া গেল না, তখন হতাশ বাবা ছুটলেন থানায়।
বাবার অভিযোগ, বরাবাজার থানার আমড়াবেড়া গ্রামের যুবক রাজকুমার মাহাতো, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার নাবালিকা মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছে। অভিযোগ শোনার পরই নড়েচড়ে বসে বরাবাজার থানার পুলিশ। নিখোঁজ কিশোরীর খোঁজে শুরু হয় তদন্ত।
রবিবারই গভীর রাতে পুলিশের তৎপরতায় মেয়েটিকে উদ্ধার করা হয়। একইসঙ্গে ধরা পড়ে অভিযুক্ত রাজকুমারও। গ্রেফতারের পর সোমবার সকালে তাকে তোলা হয় পুরুলিয়া জেলা আদালতে। বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
অন্যদিকে, কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর তাকে শিশু কল্যাণ কমিটির নির্দেশে নিরাপদ একটি হোমে পাঠানো হয়।
Post Comment