দেবীলাল মাহাতো, পুরুলিয়া :
বিয়েবাড়িতে একেবারে রক্তারক্তি কাণ্ড! হুলুস্থুল পুরুলিয়া ২ নং ব্লকের মনিপুর গ্রামে। গ্রামের মেয়ে মনিকা মাহাতোর বিবাহ উপলক্ষে সোমবার এক ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষী থাকল এই গ্রাম। স্বেচ্ছাসেবী সংগঠন আগদহলির উদ্যোগে এবং মনিপুরের পুনরিআর গুস্টির ব্যবস্থাপনায় আয়োজিত হলো রক্তদান শিবির। রাঙামাইটা গ্রামের নবকুমার ও মনিপুরের মনিকার নতুন জীবনের সূচনায় রক্তদান থ্যালাসেমিয়া ও মুমূর্ষু রোগীদের জীবনে নিয়ে আসবে জীবনের বার্তা, বলছেন উদ্যোক্তারা। তারাই দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কএর কর্মীদের ওই শুভ পরিণয় অনুষ্ঠানে নিয়ে আসেন।

রক্তদাতারা খুব খুশি এমন উদ্যোগে সামিল থাকতে পেরে। কনে মনিকা মাহাতো বলেন, “বিয়ের অনুষ্ঠানে রক্তদান শিবিরের মধ্য দিয়ে একটা আলাদা বার্তা দিতে চাওয়ার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়।”
বিকাল পাঁচটা থেকে শুরু হওয়া ওই রক্তদান এদিন সন্ধ্যে সাতটা পর্যন্ত চলে একেবারে বিবাহের আবহের মধ্যেই।শিবিরে পরিবারের এবং আগত কুটম্বদের মধ্যে মোট ২০ জন রক্তদান করেন। কনে মনিকা মাহাতো প্রত্যেক রক্তদাতার পাশে দাঁড়িয়ে রীতিমতো উৎসাহ দিয়ে গিয়েছেন।আসলে এই পরিবারের এক মুমূর্ষু রোগী রক্তের জন্য খুব সমস্যায় পড়েছিলেন। তখন থেকেই এই ভাবনা ছিল। যাতে অন্তত কুড়মি পরিবারের বিয়েতে একটা নতুন ট্রেন্ড চালু করা যায়।
Post Comment